মোঃ জাহিদুল আলম রামগড় উপজেলা প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়।
শুক্রবার রামগড় উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে রামগড় বিএনপির কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি জনাব হাফেজ আহমেদ ভূইয়া, রামগড় উপজেলা বিএনপির সহসভাপতি জসিমউদদীন, সাংগঠনিক সম্পাদক সেফায়েত উল্লাহ পৌর বিএনপির সভাপতি জসিমউদদীন সেক্রেটারি মহিউদ্দিন হারুন। বক্তারা তাদের বক্তব্যে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করেন এবং তার সংগ্রামী ও মানবিক জীবনের চিত্র তুলে ধরেন। এসময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
9:16 pm