নিউজ ডেস্কঃসিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ও ছাত্র রাজনীতির ঐতিহাসিক আতুরঘর সিলেট মুরারি চাঁদ (এমসি) কলেজের নবগঠিত ছাত্রদল কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মুহিবুর রহমান মারজান। তিনি কমিটির গুরুত্বপূর্ণ “সুপার ফাইভ” পদের একজন হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখযোগ্য বিষয় হলো—ইতিহাসে এই প্রথমবার ছাতকের কোনো শিক্ষার্থী এমসি কলেজ ছাত্রদলের “সুপার ফাইভ” পদের দায়িত্ব পেলেন।
মোঃ মুহিবুর রহমান মারজান সুনামগঞ্জের ছাতক উপজেলার কৃতি সন্তান এবং ঐতিহ্যবাহী মঈনপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সিলেট এমসি কলেজের মেধাবী শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত।
এর আগে, ২০২১ সালে ঘোষিত সিলেট মহানগর ছাত্রদল কমিটিতে তিনি সদস্য পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ নতুন কমিটিতে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, ছাত্র রাজনীতিতে তাঁর সক্রিয় ভূমিকা ও ইতিবাচক কর্মধারার কারণে সংগঠনের ভেতর-বাহিরে তিনি ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন। তাঁর নেতৃত্ব ভবিষ্যতে সিলেট ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সহকর্মীরা।