সৈয়দ আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধি:- হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ফ্রী- স্বাস্থ্য সেবা প্রদান করছেন সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাঃ শারমিন আক্তার।
রবিবার (৮ জুন) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাহুবল উপজেলার নারিকেলতলা গ্রামে ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ বাহুবল শাখা ও আল ইত্তেফাক ফাউন্ডেশন এর প্রবাসী সদস্যদের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প এ চিকিৎসা সেবা প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে চমক ছিল বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।ব্লাড গ্রুপ নির্ণয় সহযোগিতায় ছিলো ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ বাহুবল শাখার স্বেচ্ছাসেবীরা।