মোঃ এলাহী মালয়েশিয়া :
দক্ষিণ এশিয়ার ইউরোপ খ্যাত মালয়েশিয়ায় এখন বাংলাদেশিদের জন্য অপার সম্ভাবনার শ্রম ও ব্যবসার বৃহত্তর বাজার। পাশাপাশি সব ধরনের ব্যবসার আদর্শ স্থান কুয়ালালামপুর। মালয়েশিয়া বলতে বুঝায় লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী ও নিয়োগকর্তাদের কর্মসংস্থানের নির্ভরযোগ্য মিলন মেলা। শ্রম বিক্রির বৃহত্তর বাজার হলেও এখানে ব্যবসার রয়েছে নিরাপদ উর্বর ক্ষেত্র।
ব্যবসা করে রাতারাতি বিলিয়নিয়ার সংখ্যাও কম নয়। সব সুযোগ সুবিধা থাকে সেখানে অসুবিধা ও প্রতিবন্ধকতাও থাকে। আর সব প্রতিকূলতাকে জয় করে বাংলাদেশের সাতক্ষীরার ধানদিয়া ইউনিয়নের ধাবক পাড়া ভড়ডাংগা গ্রামের মালয়েশিয়া প্রবাসী দিপু হয়ে উঠেছেন এক সফল অনলাইন ব্যবসায়িক। মালয়েশিয়া পেনাং শহরে বসবাস করেন তিনি একজন রেমিট্যান্স যোদ্ধা, তিনি সারাদিন নিজের কর্ম ব্যস্ততার পাশাপাশি মালয়েশিয়ার অনলাইন প্ল্যাটফর্মে সবার শীর্ষে বাংলাদেশী একজন সফল ব্যবসায়িক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন স্বপ্নপুরী মালয়েশিয়াতে । সমস্ত প্রতিবন্ধকতাকে উড়িয়ে দিয়ে একজন সাধারণ শ্রমিক থেকে নিজের কঠোর পরিশ্রমের ও মেধার মাধ্যমে মালয়েশিয়ানদের ও প্রবাসীদের কাছে জনপ্রিয় হয়েছেন এই বাংলাদেশী যুবক।
ডিপু যেভাবে প্রবাসের নানা জটিলতাকে চ্যালেঞ্জ করে যেভাবে সফলতার স্বর্নশিখরে পৌঁছেছেন এই সফলতা দেশের মধ্যে এবং মালয়েশিয়া প্রাসীদের কাছে দিপু এক অনুকরণীয় আদর্শ হতে পারে, কিভাবে একজন সাধারণ শ্রমিক থেকে কঠিন পরিশ্রম আর মেধার মাধ্যমে মালয়েশিয়ার মত দেশে অনলাইন প্লাটফর্মে বিজনেস করে প্রথম স্থান অর্জন করা যায়।
ব্যবসা সম্পর্কে জানতে চাইলে দিপু বলেন মালয়েশিয়াতে জনপ্রিয় হয়ে উঠেছে আমার ব্যবসায়িক কার্যক্রম। মালয়েশিয়ার বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে। এছাড়াও আমি আমার ফেসবুক পেজের মাধ্যমে অনেককেই স্কিন অ্যাডভাইস দিয়ে থাকি। আমি চাই, আমার প্রোডাক্টগুলো সমস্ত মালয়েশিয়া ছড়িয়ে দিতে, আমি এখন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের কাছে দিুপুর প্রোডাক্টগুলো ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে। অনেক প্রবাসী বাংলাদেশী তার প্রোডাক্ট সামগ্রী ব্যবহার করে উপকৃত হয়েছেন। মালয়েশিয়ার বিভিন্ন শহর থেকে প্রোডাক্ট অর্ডার পেয়ে থাকেন ৷ প্রোডাক্ট বিক্রির পাশাপাশি দিপু তার ফেসবুক পেজের ও টিকটকের মাধ্যমে বিভিন্ন ধরণের পরমার্শ দিয়ে থাকেন বিনামূল্যে। যারা মালয়েশিয়ায় বিভিন্ন ধরনের ব্যবসা করতে চান বা দেশটিতে বিনিয়োগ করতে চান তাদের জন্য দেশটির সরকার নানা রকম প্রনোাদনা দেওয়ার ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে “মালয়েশিয়া মাই সেকেন্ড হোম ভিসায় ” ব্যাপক পরিবর্তন এনে দেশটিতে স্থায়ীভাবে ব্যবসা ও বসবাস করার জন্য শর্ত শিথিল করে নানা সুবিধা দিচ্ছে। করোনা মহামারীর কারনে মালয়েশিয়ার অর্থনীতি মারাত্মকভাবে ধ্বস নেমেছে। তাই এই অর্থনীতি পুনরুদ্ধারে সরকার মরিয়া হয়ে সব সেক্টরে বিদেশি নিয়োগের পাশাপাশি ব্যবসায়ীদের আকর্ষণীয় সুযোগ সুবিধা দিতে চুড়ান্ত ভাবে সম্মত হয়েছে।