নিজস্ব প্রতিবেদক:- বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালত চট্টগ্রাম সিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিটের সাবেক উপ-কমিশনার ও পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মোঃ হামিদুল আলম মিলন (৫২) এবং তার স্ত্রী মেধা এন্টারপ্রাইজের প্রোপাইটর শাহজাদী আলম লিপি (৪৬)-এর নামে থাকা সম্পত্তি জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ঘোষণা করার অভিযোগে সম্পত্তি ক্রোক এবং রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম আদালতে পৃথক দুটি আবেদন করেন। সিনিয়র স্পেশাল জজ মোঃ শাহজাহান কবির আবেদনগুলো মঞ্জুর করে নির্দেশ দেন যে ক্রোককৃত সম্পত্তি কোনোভাবেই হস্তান্তর বা স্থানান্তর করা যাবে না।
আদালতের আদেশ অনুযায়ী, দেশের বিভিন্ন জেলায় অবস্থিত তাদের সম্পত্তির জন্য রিসিভার নিয়োগ করা হয়েছে। রিসিভারগণ সম্পত্তির দখল গ্রহণ করে যথাযথ ব্যবস্থাপনা করবেন এবং সম্পত্তির আয়-ব্যয়ের হিসাব আদালতে দাখিল করবেন।
এ ছাড়া, সম্পত্তি থেকে প্রাপ্ত আয় সরকারি কোষাগারে জমা দিতে হবে এবং জমার চালানের কপি আদালতে জমা দিতে হবে।
উল্লেখ্য, মোঃ হামিদুল আলম মিলন বগুড়ার সারিয়াকান্দী উপজেলার তাজুরপাড়া এলাকার মৃত এ এস এম ইবনে আজিজ-এর পুত্র এবং শাহজাদী আলম লিপি মৃত ডাঃ শহীদুল্লাহ মণ্ডল-এর মেয়ে।