বুলবুল আহম্মেদ বুলু, বদলগাছী উপজেলা প্রতিনিধি, নওগাঁ:-নওগাঁর বদলগাছীতে ১ হাজার সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষ বিএনপিতে যোগ দিয়েছেন। তারা ফজলে হুদা বাবুলকে সমর্থন জানিয়ে ধানের শিষ প্রতিকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫ ঘটিকায় উপজেলার ঐতিহাসিক পাহারপুর আদিবাসী স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে ফুল নিয়ে আনুষ্ঠানিকভাবে তারা দলটিতে যোগদান করেন। অনুষ্ঠানটি আয়োজন করেন ঐতিহাসিক পাহারপুর ইউনিয়ন বিএনপি।
প্রধান অতিথি, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি, বিএনপি ঘোষিত নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুল বলেন,
“বিএনপি জনগণের দল। আজ দেশের মানুষ পরিবর্তন চায়—এই যোগদান তারই প্রমাণ। আগামীর দিন হবে গরীবের, সাধারণ মানুষের, হিন্দু ও মুসলিম সকলের।”

