ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ২২ জুন (রবিবার ) রাতে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান।
ওসি জানান, গত ১৭ জানুয়ারির একটি মামলায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—
নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক দুলু, একই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক মন্টু, এবং কেদার ইউনিয়ন ছাত্রলীগ নেতা বেলাল হোসেন।
অন্যদিকে, ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু তারেক খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং যুবলীগ কর্মী এরশাদুল আলম-কেও একই মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।