আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জ শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন-সাবেক এমপি ও জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ। বুধবার দিনব্যাপী সিরাজগঞ্জ শহরের মহাপ্রভুর আখড়া, বাহিরগোলা রোডের সকল পূজা মন্ডপ, বীণাপানি স্কুল পূজা মন্দির সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পূজা মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষা ও সুন্দর পরিবেশে সনাতন (হিন্দু) ধর্মালম্বীরা যাতে শারদীয় দূর্গা উৎসব ভালোভাবে পালন করতে পারে এজন্য জেলা বিএনপি’র সভাপতি হিসেবে নিজের দায়িত্ব ও কর্তব্য থেকে জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ এ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময় করেন। হিন্দু নেতৃবৃন্দ রুমানা মাহমুদকে জানান, এবারের পূজা অনেক সুন্দর ও সাবলীল আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে। এবং যথেষ্ট পরিমাণে স্বাচ্ছন্দ্য নিরাপত্তাবোধ করছেন সনাতন (হিন্দু) ধর্মালম্বীরা। এ সময়ে জেলা বিএনপি’র সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক নোমান আলাল, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বাবু শ্রী সন্তোষ কুমার, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল আহবায়ক এস এম জুয়েল রানা প্রমুখ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন, স্ব-স্ব পূজা মন্ডপ দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ এবং সনাতন (হিন্দু) ধর্মালম্বীর নারী-পুরুষ।