আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-“জীবনব্যাপী ডায়াবেটিস”— প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আওতায় “বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫” পালন উপলক্ষে র্যালি ও স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় সোমবার (১৭ নভেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মুখ থেকে র্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ রইস উদ্দিন, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জেলা ব্যবস্থাপক দীপক কুমার, এলাকা ব্যবস্থাপক বাবুল হোসেন, কর্মসূচি সংগঠক কাউসার আহমেদ, ডিআরএমপি জেলা ব্যবস্থাপক মোঃ তারেক হাসান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার (সেলপ) মোঃ মাসুদ রানা, এবং বিভিন্ন জিও-এনজিও প্রতিনিধিবৃন্দ।
পরে সদর উপজেলার কান্দাপাড়ায় রজবনগরের আবদুল হাই তালুকদার বাড়িতে স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
