মোঃ বেল্লাল হোসেন বাবু, নিজস্ব প্রতিবেদক:- উত্তরাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)–এর নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম।
বুধবার (২৬ নভেম্বর) সকালে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা।
সকাল থেকেই হাসপাতাল চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ। নবাগত পরিচালককে বরণ করতে বিভিন্ন বিভাগের চিকিৎসক ও নার্সরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল দিয়ে অভিনন্দন জানান।
অভ্যর্থনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে রামেকের সেবার মান আরও উন্নত হবে। বিশেষ করে রোগীর ভিড় নিয়ন্ত্রণ, চিকিৎসা সেবার মানোন্নয়ন, শৃঙ্খলা, সুসংগঠিত ব্যবস্থাপনা এবং আধুনিক সুবিধা নিশ্চিত করতে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দায়িত্ব গ্রহণ শেষে ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম বলেন,
“হাসপাতালের সার্বিক উন্নয়ন এবং রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। সকলের সহযোগিতা নিয়ে রামেককে আরও আধুনিক ও রোগীবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে চাই।”
তিনি আরও বলেন, চিকিৎসা সেবাকে দ্রুততর ও কার্যকর করার পাশাপাশি রোগী ও স্বজনদের ভোগান্তি কমাতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের বিভাগীয় প্রধান, রেসিডেন্ট মেডিকেল অফিসার, নার্সিং সুপার, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের কর্মচারীরা। অভ্যর্থনা শেষে নতুন পরিচালক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং সেবার মান আরও উন্নত করার নির্দেশনা প্রদান করেন।