আবুনাঈম রিপন, স্টাফ রিপোর্টার:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় আরও কিছু আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত তালিকায় ঢাকা–৭ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রনেতা, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান (হামিদ)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দ্বিতীয় ধাপের ৩৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি নিজ এলাকায় মানুষের সেবায় নিবেদিত সমাজসেবক, দানশীল ও ন্যায়পরায়ণ নেতা হিসেবে হামিদুর রহমানের সুনাম রয়েছে।
মনোনয়ন প্রাপ্তির পর এই প্রতিবেদককে তিনি বলেন,
“মানুষের পাশে থাকা আমার জীবনের মূল অঙ্গীকার। ঢাকা–৭ আসনের জনগণের সেবা, তাদের প্রতি সহমর্মিতা এবং আস্থা—সবকিছুই আমার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। আমি জনগণের সেবায় নিঃস্বার্থভাবে কাজ করে যেতে চাই।”