মো: আব্দুল হান্নান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজারে জনৈক বেলাল হোসেনের চায়ের দোকানের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের উপরে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন জহুরা বেওয়া (৮০)। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে মহাসড়ক পারাপারের সময় পিছন থেকে আসা (শ্যামলী পরিবহন) বাসের চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই জহুরা মৃত্যুবরণ করেন। বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত জহুরা বেওয়া (৮০) উপজেলার বামুনিয়া মন্ডল পাড়ার মৃত আব্দুল জব্বারের স্ত্রী। জহুরা বেওয়া ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম (পলাশ) জানান, ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় আটক করা সম্ভব হয় নি। ঘটনার বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহন করছেন।