আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
পাঠাভ্যাসে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে- সিরাজগঞ্জে জাতীয় দিবস-২০২৫খ্রিঃ, বাংলা নববর্ষ-১৪৩২ ও কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে- শিক্ষার্থীদের বইপাঠ রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী মাঝে পুরস্কার বিতরণ করা হয় । সিরাজগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজনে,
শনিবার (২৮জুন-২০২৫ খ্রিঃ) সকাল সাড়ে ১০ টায় সিরাজগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম।
সিরাজগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার এর লাইব্রেরিয়ান (সহকারী পরিচালক) সাজ্জাদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহীর সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান এবং সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে’র অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন প্রমুখ ।
অনুষ্ঠানে আরও সিরাজগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার সিরাজগঞ্জের জুনিয়র লাইব্রেরিয়ান মোঃ সজীব আহমেদ, কেয়ারটেকার আব্দুল হান্নান, স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবক, সুধীজন, বই পাঠক, সাংবাদিক উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিবৃন্দ আলোকিত সমাজ ও সমৃদ্ধ জাতি গঠনে বই পড়া, জ্ঞানার্জন ও লাইব্রেরি ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বক্তব্যে উপস্থাপন করেন। আলোচনাসভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন বিজয়ী শিক্ষার্থী ও প্রতিযোগীকে সনদপত্র ও বই পুরস্কার দেয়া হয়।