আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
পিপিআর রোগ নির্মূল ও খুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় গরু ও মহিষের মাঝে বিনামূল্যে টিকাদান কর্মসূচি উদ্বোধন।
কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ,
সোমবার (৩০ জুন) সকালে কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে উক্ত গরু মহিষের মাঝে বিনামূল্যে টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন, কাজিপুর উপজেলার নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলার সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম।
এ অনুষ্ঠানের সভাপতিত্বে করেন, কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ দিদারুল আহসান।
এসময়ে উক্ত টিকাদান কর্মসূচিতে সুবিধা ভোগী খামারিরা তাদের গরু ও মহিষ নিয়ে এসে টিকা দিয়ে নিয়ে যায়। এসময়ে অনুষ্ঠানে কাজিপুর উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ভেটেনারী সার্জন এবং কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন।