আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বস্ত্র ও পাট মন্ত্রালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায়- পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজিপুরে পাট চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কাজিপুর উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ে এর আয়োজনে,
বুধবার (২জুলাই-২০২৫খ্রিঃ) দুপুরে কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নে উক্ত পাট মাঠ দিবসের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ নাজমুল হক এবং এ মাঠ দিবস অনুষ্ঠানের
সভাপতিত্ব করেন, গান্ধাইল ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রাজু মিয়া। স্বাগত বক্তব্যে রাখেন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান। পাট চাষীদের মধ্যে বক্তব্যে রাখেন, আঃ মজিদ, মোঃ মেহের আলী ও আঃ সামাদ প্রমুখ।
এসময় মাঠ দিবস প্রায় ৫০ জন পাটচাষী অংশ গ্রহণ করে।