ষ্টাফ রিপোর্টারঃ ১৬ জুলাই শহীদ আবু সাইদ সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধার নিমিত্তে শহীদ দিবস উপলক্ষ্যে- রাষ্ট্রপতির আদেশক্রমে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠানে-১৬ জুলাই -২০২৫ খ্রিঃ জাতীয় পতাকা অধঃনমিত রাখার নির্দেশ ছিলো। কিন্তু সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার উধুনিয়া মানিক জান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম সাইফুল ইসলাম এর আদিক্ষিতা দেখে স্তম্ভিত। সে সকল নিয়মকেই যেন বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে নিজের মতো সব কাজ করে। এমন কোন অনিয়ম নেই যা তার দ্বারা হয় না। পার্শ্ববর্তী উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাষ্ট্রপতি আদেশক্রমে পতাকা অধঃনমিত রাখলেও বেলা ১২:৩০ বাজলেও উধুনিয়া মানিক জান উচ্চ বিদ্যালয়ের জাতীয় পতাকা পুরো পুরি উত্তোলন ছিলো।
