নিজস্ব প্রতিবেদকঃ- বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) ও মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম- ট্যাব) বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নবাগত পরিচালক জনাব, কর্নেল মোঃ মহাসীন (এমফিল, এমপিএইচ) এর সঙ্গে তার কার্যালয় সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
সে সময় উপস্থিত ছিলেন এম-ট্যাব এবং বি এম টি এ বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম, এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিপন বিশ্বাস (তন্ময়), সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন (ডলার), দপ্তর সম্পাদক মোঃ রিয়াদ আল মাহমুদ (রাজু), সদস্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট মোঃ ফিরোজ আহমেদ, ২৫০ শয্য বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে প্যাথলজি বিভাগের ইনচার্জ মোঃ রবিউল ইসলাম, রেডিওলজি ডিপার্টমেন্টের ইনচার্জ মোঃ আবুল কাশেম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের মেডিকেল টেকনোলজিস্ট মোঃ আব্দুর রশিদ, ডেন্টিস্ট মোঃ নাহিদ, RSCT মেডিকেল টেকনোলজিস্ট মোঃ মেহেদী হাসান, মোঃ সাগর প্রমুখ।।
এম-ট্যাব ও বি.এম.টি.এ বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে নবাগত পরিচালক জনাব, কর্নেল মোঃ মহসীন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নানান বিধি সার্বিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন।
বিশেষ করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা আরো উন্নতি করুন, হাসপাতালের পরিবেশ কিভাবে আরো সুন্দর সাজানো গোছানো করা যায় এবং হাসপাতাল থেকে বর্জ্য নিষ্কাশন ও মেডিকেল টেকনোলজিস্টদের কর্মকাণ্ড বৃদ্ধি, রোগ নির্ণয় সহ সহ বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিশেষভাবে আহ্বান সহ গুরুত্বপূর্ণ পরামর্শ চান।