নিজস্ব প্রতিবেদকঃ-বগুড়া শাজাহানপুরে পবিত্র ঈদুল আজহার নামাজ পড়তে যাওয়ার সময় পথে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।
শনিবার (৭ জুন ২০২৫ ইং) সকালে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা- বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলোঃ- শাজাহানপুর উপজেলার বামুনিয়া মন্ডলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে চাঁন মিয়া এবং তাঁর চার বছরের ছেলে আব্দুল্লাহ।
শেরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, ঈদের নামাজ পড়ার জন্য চাঁন মিয়া ও তার ছেলে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হন।
এসময় তারা দুজনেই নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ডিভাইডারের উপর দিয়ে লাফিয়ে পার হন৷ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি পরিবহন তাদের দুজনকেই চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে দুজন মারা যান।
তিনি আরও জানান, নিহত দুজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।