বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল রুরাল ট্রান্সফরমেশন অফ নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় “পার্টনার কংগ্রেস-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন) ধনবাড়ী উপজেলা মডেল মসজিদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধনবাড়ী, টাঙ্গাইলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক কৃষিবিদ মো. আশেক পারভেজ। প্রধান আলোচক ছিলেন ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ধনবাড়ীর উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।