ফারুকুর রহমান বিনজু পটিয়া( চট্টগ্রাম)প্রতিনিধি -চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু হয় ভাগ্নি শান্ত দাশ (১৫)নামের এক কিশোরের।
ঘটনাটি ঘটে ৩০শে জুন (সোমবার)দুপুর ১২টা ৩০ মিনিটে।উপজেলার হাইদগাঁও ইউনিয়নের রক্ষা কালী বাড়ির ধরপাড়া পুকুরে।
গত২৫শে জুন শান্ত বেড়াতে আসেন মামার বাড়িতে।বাড়ির দলবদ্ধ দুস্ট ছেলেদের সাথে নিয়ে সোমবার দুপুরে পুকুরে গোসল করতে এসে সাতাঁর কাটতে গিয়ে কখন যে শান্ত পুকুরের পানিতে তলিয়ে গেছে কেউ টের পায়নি। তাকে দেখতে না পেয়ে পুকুরতে খোঁজখুজি শুরু হয়। প্রায় আধঘন্টার পর তার লাশ খুঁজে পায়।সাথে সাথে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রংপুর জেলার সুমন দাশের একমাত্র ছেলে শান্ত দাশ।চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় তাহের কলোনিতে দীর্ঘদিন দিন বসবাস করে আসছে।