মাদারীপুর প্রতিনিধি: রাসেল ফরাজী ,
মাদারীপুরের রাজৈর উপজেলার কিসমদ্দি বাজিতপুর এলাকা থেকে ১,৫০০ পিস ইয়াবাসহ এক নারীসহ চারজনকে আটক করেছে রাজৈর থানা পুলিশ। শনিবার (৫ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন—রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের সুমন হাওলাদারের স্ত্রী টুম্পা বেগম, নয়ানগর গ্রামের জসিম হাওলাদারের ছেলে অনিক হাওলাদার, বাজিতপুর গ্রামের কালাম খালাসীর ছেলে নয়ন খালাসী এবং মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঠের পুল গ্রামের নুরুজ্জামান ঘরামীর ছেলে সজীব ঘরামী।
রাজৈর থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
স্থানীয়রা এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন।