মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:-
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নীলফামারী ডিভিশনের আওতাভুক্ত এস৫টি সেচ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে প্রায় কাজের মধ্যবর্তী এখন পর্যন্ত সেই অনিয়মের মধ্যে। যেমন সেচ প্রকল্প দুই ধার দিয়ে কৃষকদের জমি না বলে কেটে ডাইকে দেন, এবং গভীরতা খনন করেন, প্রায় ১০ থেকে ১২ ফিট শুরুর দিকে এভাবেই অনিয়মভাবে কেটে দিয়েছিলেন ডাইকে মাটি। আবারও শুরু করেছেন সেই মাটি খননের কাজ। এ কাজটির বাজেট প্রায় ৮ কোটি ২৭ লক্ষ টাকা নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করতে না পেরে, কাজের সময় আরো বাড়িয়ে নেন পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে ঠিকাদার প্রতিষ্ঠান। কিন্তু এ কথা থেকেই যায় তারা ব্যাপক হারে অনিয়ম করার পরও কিভাবে এ কাজটি করতে পারতেছে। এবং এ বিষয়ে কথা হয় ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে তেনারা বলেন আমরা জানি এভাবে নিয়ম নয় কি আর করবেন। এবং এ বিষয়ে কথা হয় মুঠো ফোনে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমানের সাথে তিনি বলেন আমি কোন অনিয়ম করলে তা বদরাজ করবো না, আমাদের সিউল অনুযায়ী কাজ বুঝে নেব তাদের কাছে। কিন্তু সচেতন মহল ও এলাকার কৃষকরা বলতেছে তারা আমাদেরকে না বলে এভাবে আমাদের মাটি খনন করেছে, কোন কিছু বলতে গেলে মামলার এবং হত্যার হুমকি দেন ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন। আমরা চাই আমাদের যে মাটি খনন করে নিয়েছে তা ভরাট করে দিয়ে তারা পুনরায় কাজ করবে। তা না হলে আমরা স্থানীয় কৃষক জনতা মানববন্ধন সহ বিভিন্ন দিকে যেতে পারি।