জুয়েল আহমেদ ক্রাইম রিপোর্টার : বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হতে না পেরে ২০১১ সালে রাজশাহী কলেজে ডিগ্রি পাস কোর্সে ভর্তি হয়েছিলেন শেখ তৌহিদুল কবীর। মাস্টার্স পাসের পর বিসিএস পরীক্ষায় প্রথমবারেই প্রশাসন ক্যাডার নিশ্চিত করে সফল হন তিনি।
রাজশাহীর শেখ রেজাউল করিম ও নাজমিনা বেগম দম্পতির ছোট ছেলে শেখ তৌহিদুল কবীর। রাজশাহী কলেজে ডিগ্রি পাস কোর্সে ভর্তির পর অনেকের কটু কথা শুনতে হলেও দমে যাননি তিনি। নিজের মধ্যে তৈরি করেন ‘কিছু করে দেখানোর’ দৃঢ় সংকল্প।
২০১৮ সালে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম শ্রেণিতে মাস্টার্স পাসের পর শেখ তৌহিদুল কবীর ২০২০ সালে প্রথম সরকারি চাকরি পান প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে। এরপর জীবনের প্রথম প্রশাসন ক্যাডারে চূড়ান্তভাবে নির্বাচিত হন তিনি। এর আগে ২০২২ সালে তিনি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে অডিটর পদেও নিয়োগ পান।
ক্যাডারে সুপারিশপ্রাপ্ত দেখে প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না।’
বিসিএস প্রত্যাশীদের উদ্দেশ্যে তৌহিদুল বলেন, ‘বিসিএস কেবল মেধার পরীক্ষা নয়—এটি ধৈর্য, অধ্যবসায় ও মনঃসংযোগের পরীক্ষা। যিনি নিয়মিত পরিশ্রম করবেন, পরিকল্পনা নিয়ে এগোবেন, তিনিই সফল হবেন। বিশ্বাস রাখতে হবে যে আমিও পারবো। ব্যর্থতা আসবেই, কিন্তু তাতে ভেঙে পড়লে চলবে না।’