মোঃ জাহিদুল আলম রামগড় উপজেলা প্রতিনিধি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় এক নং রামগড় সদর ইউনিয়ন পরিষদের উদ্যগে শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
১৪ জুলাই (সোমবার ) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রাঙ্গণে ইউনিয়নে বসবাস রত শারিরীক প্রতিবন্ধীদের মাঝে ইউনিয়নে পরিষদের পক্ষ থেকে হুইলচেয়ার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কাজী শামীম উপজেলা নির্বাহী অফিসার রামগড়, ইসমত জাহান তুহিন সহকারী কমিশনার ভূমি, রেহান উদ্দিন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এক নং রামগড় সদর ইউনিয়ন পরিষদ, মিজানুর রহমান প্রশাসনিক কর্মকর্তা এক নং রামগড় সদর ইউনিয়ন পরিষদসহ ইউপি সদস্য ও কর্মচারী বৃন্দ।
হইল চেয়ার বিতরণের বিষয় জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা বলেন প্রতিবন্ধীরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ একটা অংশ। তাদের পাশে দাড়ানো আমাদের দায়িত্ব। সেই দায়িত্বের যায়গা থেকে আমরা তাদের মাঝে হুইলচেয়ার বিতরণ করি। হুইলচেয়ার বিতরণের মতো এতো গুরুত্বপূর্ণ একটা মানবিক কাজ করতে পেরে আমরা আনন্দিত।