• সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মোল্লাহাটে একতা যুব সংঘের উদ্যোগে মশা নিধন কার্যক্রম, এলাকাবাসীর প্রশংসা বগুড়ার ধুনটে তিন দিনব্যাপী মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা রাস কীর্তন স্বদেশ প্রত্যাবর্তন, রাজনীতি ও গণতান্ত্রিক পুনর্বিন্যাস — সাবেক ছাত্র নেতা আরমান হোসেন ডলার শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)। শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, দুপুরে জানাজা নরসিংদীর শিবপুরে পরিবহনে মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে সিরাজগঞ্জে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায়  ভলিবল প্রতিযোগিতা -২০২৫ এর  পুরস্কার ও ট্রফি বিতরণ  সম্পন্ন  বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি মির্জাপুরে অবৈধ কয়লা চুল্লি: জনজীবন ও পরিবেশের জন্য হুমকি। সাজাপুর ফুলতলা সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩টি থানা আকস্মিক পরিদর্শন করলেন নরসিংদী পুলিশ সুপার অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা উৎপাদন, রায়গঞ্জে অবৈধ কারখানায় প্রশাসনের অভিযান রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত সোনালী ব্যাংক ও জিয়া পরিষদের উদ্যোগে সিরাজগঞ্জে মহান বিজয় দিবস পালন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য বনভোজন ও মিলনমেলা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উল্লাপাড়া কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ কৃষক-কৃষাণীদের মাঝে বিতরণ  সিরাজগঞ্জে জুলাই আন্দোলনের ছাত্রনেতা জুয়েলকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  শাজাহানপুরে জিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: প্রধান অতিথি সৌরভ হাসান শিবলু

শহীদ জিয়া পরিবারের প্রতি কটুক্তি ও পল্টন হামলার প্রতিবাদে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫

 

দূর্গাপুর থানা প্রতিনিধি : মো: মোমিন

রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের প্রতি কটুক্তি ও অবমাননা এবং রাজধানীর পল্টনে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

রবিবার বিকেল ৫টায় নগরীর বাটার মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি সৈকত হাজী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মতিহার থানা বিএনপির সভাপতি আনসার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের তিনবারের সফল কাউন্সিলর ও রাজশাহী মহানগর বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু বলেন, শহীদ জিয়ার পরিবারের প্রতি কটুক্তির মাধ্যমে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, “নতুন একটি দলের কিছু অর্বাচীন নেতা, যারা এখনো রাজনৈতিক চর্চার ধারে-কাছে আসেনি, তারা আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করছে। এটি শুধু রাজনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন নয়, বরং বাংলাদেশের ইতিহাসের ওপর সরাসরি আঘাত।”

রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট বলেন, “যে দলের কোনো রাজনৈতিক ভিত্তি নেই, তারাই আজ শহীদ জিয়ার মতো একজন বীরউত্তমকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। এটি পরিকল্পিতভাবে বিএনপিকে উসকানি দেওয়ার অপচেষ্টা। বিএনপি এটা কখনো মেনে নেবে না। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাইলে এনসিপি নামধারী দলটির বিরুদ্ধে সারাদেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে।”

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, রাসিক ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বোয়ালিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুর্তজা ফামিম, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হক টফি, বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান হিমেল, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুল আলম সানি, শাহমখদুম থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান ডলার, সদস্য সচিব মৃদুলসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

বক্তারা বলেন, বিএনপি জন্মলগ্ন থেকে দেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। এই দলের হাজার হাজার নেতাকর্মী রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন, কেউ গুম হয়েছেন, কেউ খুন হয়েছেন, কেউবা আজও কারাগারে। বর্তমান কর্তৃত্ববাদী সরকার নিজেদের দুর্নীতি ও ব্যর্থতা ঢাকতে বিএনপিকে দমন করতে নানা অপকৌশল অবলম্বন করছে।

বক্তারা আরও বলেন, শহীদ জিয়াউর রহমান কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক ও সম্মুখ যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহসী মুক্তিযোদ্ধা। তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে কটুক্তি মানে মুক্তিযুদ্ধ ও জাতীয় চেতনার ওপর আঘাত।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাটার মোড় থেকে শুরু হয়ে নগরীর সোনাদীঘি মোড়, সাহেব বাজার, আলুপট্টি এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়। শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মিছিলটি রাজপথে চাঙ্গা অবস্থান সৃষ্টি করে। নেতাকর্মীরা নানা স্লোগানে রাজশাহীর রাজপথ প্রকম্পিত করে তোলেন। শান্তিপূর্ণ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com