আরিফ হোসেন
দৌলতখান প্রতিনিধি ভোলা
“কলম রক্তে রাঙালে সত্য চাপা পড়ে না” – বক্তাদের হুঁশিয়ারি
গাজীপুরে চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সাংবাদিক সমাজ। দৌলতখান প্রেসক্লাব, উপকূল প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি, মফস্বল ফোরাম, প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন—
> “একজন সাংবাদিকের কলম থামিয়ে দেওয়ার জন্য তাকে হত্যা করা মানে গণমাধ্যমের স্বাধীনতার ওপর প্রকাশ্য হামলা। আমরা এ ঘটনার দ্রুত বিচার ও খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”
আরও বলা হয়—
> “সত্য প্রকাশ করলেই যদি হত্যা হতে হয়, তাহলে দেশে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা আর থাকবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।”
সাংবাদিকদের দাবি:
সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন
খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচার
সাংবাদিক হত্যার ঘটনায় রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত করা
স্লোগান সমূহ:
কলম থামাতে গুলি নয়, সত্যের জয় চাই
তুহিন হত্যার বিচার চাই, খুনিদের ফাঁসি চাই
সাংবাদিক নিরাপত্তা – গণতন্ত্রের নিরাপত্তা
> তুহিন হত্যার বিচার না হলে সারাদেশের সাংবাদিক সমাজকে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।