• সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মোল্লাহাটে একতা যুব সংঘের উদ্যোগে মশা নিধন কার্যক্রম, এলাকাবাসীর প্রশংসা বগুড়ার ধুনটে তিন দিনব্যাপী মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা রাস কীর্তন স্বদেশ প্রত্যাবর্তন, রাজনীতি ও গণতান্ত্রিক পুনর্বিন্যাস — সাবেক ছাত্র নেতা আরমান হোসেন ডলার শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)। শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, দুপুরে জানাজা নরসিংদীর শিবপুরে পরিবহনে মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে সিরাজগঞ্জে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায়  ভলিবল প্রতিযোগিতা -২০২৫ এর  পুরস্কার ও ট্রফি বিতরণ  সম্পন্ন  বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি মির্জাপুরে অবৈধ কয়লা চুল্লি: জনজীবন ও পরিবেশের জন্য হুমকি। সাজাপুর ফুলতলা সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩টি থানা আকস্মিক পরিদর্শন করলেন নরসিংদী পুলিশ সুপার অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা উৎপাদন, রায়গঞ্জে অবৈধ কারখানায় প্রশাসনের অভিযান রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত সোনালী ব্যাংক ও জিয়া পরিষদের উদ্যোগে সিরাজগঞ্জে মহান বিজয় দিবস পালন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য বনভোজন ও মিলনমেলা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উল্লাপাড়া কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ কৃষক-কৃষাণীদের মাঝে বিতরণ  সিরাজগঞ্জে জুলাই আন্দোলনের ছাত্রনেতা জুয়েলকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  শাজাহানপুরে জিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: প্রধান অতিথি সৌরভ হাসান শিবলু

টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 

আসাদুজ্জমান,প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ মো. রেজাউল করিমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি, অর্থ আত্মসাৎ, দুর্নীতি এবং বেআইনিভাবে চাকরিচ্যুতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন হুমায়ুন কবির নামে এক ঠিকাদার।
অভিযোগে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে টিটিসির সরবরাহ ও সংস্কার খাতে অর্ধকোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার কথা বলে হুমায়ুন কবিরের কাছ থেকে ২০ লাখ টাকার চেক জামানত হিসেবে নিয়েছিলেন অধ্যক্ষ। পরে আরও ১০ লাখ টাকা মালামাল কেনার খরচ এবং টেন্ডার মূল্যায়ন কমিটিকে প্রভাবিত করতে ২ লাখ ৫০ হাজার টাকা নেন বলে অভিযোগকারী দাবি করেছেন।
হুমায়ুন কবির বলেন, ‘আমার কোনো বৈধ ঠিকাদারি লাইসেন্স না থাকা সত্ত্বেও অধ্যক্ষ আমাকে কাজ দেওয়ার আশ্বাস দেন। পরে কাজ না দিয়ে আমার দেওয়া টাকা অন্য ঠিকাদার প্রতিষ্ঠানের নামে জালিয়াতির মাধ্যমে ব্যবহার করেন।’
অভিযোগে আরও উল্লেখ করা হয়, প্রকৃতপক্ষে মালামাল সরবরাহ করা হয়নি বা অল্প কিছু সরবরাহ করা হলেও প্রকল্পের টাকায় ভুয়া বিল-ভাউচার তৈরি করে টাকা উত্তোলন করা হয়। মেসার্স আবদুল মালেক ও মেসার্স রুহুল আমিন ট্রেডার্স নামে দুটি প্রতিষ্ঠানের প্যাড ব্যবহার করে ১২ লাখ ৯৮ হাজার টাকার চেক ইস্যু করা হয়, যার মধ্যে একটিতে ভ্যাট ও আয়কর কর্তন করা হয়। অথচ প্রতিষ্ঠান দুটি স্বীকার করেছে, তারা সরবরাহে অংশ নেয়নি।
ঠিকাদার আবদুল মালেক বলেন, ‘আমি কোনো মালামাল সরবরাহ করিনি। আমার ভ্যাট ও লাইসেন্স ব্যবহার করা হয়েছে হুমায়ুন কবিরের অনুরোধে। এ বিষয়ে অধ্যক্ষ কীভাবে টাকা তুলেছেন, আমি জানি না।’
অন্যদিকে অধ্যক্ষ রেজাউল করিম বলেন, ‘হুমায়ুন কবিরের বৈধ কোনো কাগজ ছিল না। আমরা তাকে কোনো কাজ দিইনি। যদি আমি ২০ লাখ টাকার চেক নিয়ে থাকি, তাহলে সে কোর্টে যাক।’ এ সময় তিনি বলেন, ‘যে ঠিকাদার কাজ করেছে, তাকেই চেক দেওয়া হয়েছে।’ পরে তিনি ফোন কেটে দেন।
টিটিসির একটি দায়িত্বশীল সূত্র জানায়, সরবরাহ ও সংস্কারের নামে কিছু মালামাল কেনা হলেও টেন্ডার অনিয়ম, ভুয়া বিল ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। সূত্রটি আরও জানায়, এ বছর পাঁচটি কাজের গোপন টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যার মধ্যে একাধিক টেন্ডারে জালিয়াতির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com