গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা (সংসদীয় আসন-০ ১) এর বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জনাব মো শাহ আলম বকসি’র মোটরসাইকেল র্যালী অনুষ্ঠিত হয়।
আজ ১৫ আগস্ট শুক্রবার সকাল থেকেই এই র্যালি শুরু হয়। গাজীপুর চৌরাস্তা থেকে শুরু করে কালিয়াকৈর উপজেলার মৌচাক, বাসন, কোনাবাড়ী, সফিপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, কালিয়াকৈরসহ বিভিন্ন ইউনিয়নের অসংখ্য এলাকায় এই মোটরসাইকেল র্যালী অনুষ্ঠিত হয়। মোটরসাইকেল র্যালিতে মো শাহ আলম বকসি উপস্থিত ছিলেন। র্যালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত সকল নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্লোগান দিতে দিতে চলতে থাকেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান। শাহ আলম বকসি’র হাজার হাজার নেতাকর্মী ও হাজার হাজার মোটরসাইকেল র্যালী এক বিশাল জনসমর্থনের এক বহিঃপ্রকাশ বলে অনেকেই ধারণা করছেন।