ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া আদালতে সাজার রায় শুনে ইয়াবা ও মাদক ব্যবসায়ী আলী আজগর নামের এক আসামির আদালতে ঢলে পড়ে মৃত্যু হয়।
ঘটনাটি ঘটে গত ১৮ই আগস্ট(সোমবার বিকাল ৩টা) পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।
পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও ফোরকান মিয়া বলেন, ৫বছর পূর্বে ২০২১ সালের একটি মাদক মামলার আসামি আলী আজগর হাজিরা দিতে আদালতে আসেন।সাক্ষ্য প্রমাণ শেষে সংশ্লিষ্ট আদালত
এর বিজ্ঞ বিচারক বেগম তাররাহুম আহমেদ আসামি আলী আজগরের বিরুদ্ধে ২বছরের সাজার রায় এর আদেশ দেন। রায়ের আদেশ শুনার পর পর আসামি আলী আজগর মাথা ঘুরে মাটিতে লুঠিয়ে পড়ে।
সাথে সাথে দায়িত্বরত পুলিশ দ্রুত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ইমারজেন্সিতে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
আলী আজগর উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের উত্তর হুলাইন গ্রামের মৃত শফিক চেয়ারম্যানের বাড়ির মৃত ফজল আহমদের পুত্র। তার একজন ৮বছরের কন্যা সন্তান আছে।