রুহুল আমিন, স্টাফ রিপোর্টার, গোবিন্দগঞ্জ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াত নেতা ও বিকাশ ব্যবসায়ী নজরুল ইসলামকে (৩২) গলা কেটে হত্যার ঘটনায় মূল আসামি রিফাত মন্ডল সৌরভ (১৬) কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি ও নিহতের দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার ভোরে গাইবান্ধা শহরের একটি কোচিং সেন্টার থেকে রিফাতকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে পুকুর থেকে ছুরি ও মোবাইল উদ্ধার করা হয়।
ওসি বুলবুল ইসলাম জানান, দোকানে টাকা বাকি এবং আগের একটি চুরির ঘটনায় জরিমানা গুনতে হওয়ায় ক্ষোভের জেরে রিফাত নজরুলকে হত্যা করেছে। ১৬ আগস্ট রাতে ক্লোরোফর্ম মিশানো রুমাল দিয়ে অজ্ঞান করে, পরে ফাঁকা মাঠে নিয়ে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।
গ্রেফতার রিফাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। তাকে শিশু আদালতে সোপর্দ ও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট সকালে শীতল গ্রামের ধানক্ষেত থেকে নজরুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নজরুল কানিপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।