তাকিনুল ইসলাম
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজে একাদশ শ্রেণির প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা সভাপতি জনাব আবদুর রহমান এবং সঞ্চালনা করেন রায়পুর কলেজ সভাপতি সবুজ আলম। সহকারী সঞ্চালক হিসেবে ছিলেন রায়পুর সরকারি কলেজ সেক্রেটারি মেহেরাজ হোসেন নাইম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক ছাত্রনেতা সিবগাতুল্লাহ সিবগা। তিনি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও লক্ষ্মীপুর জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির এড. নজির আহম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি জনাব সাইফুর রহমান রাকিব, জেলা সেক্রেটারি আরমান হোসেন, রায়পুর সরকারি কলেজের শিক্ষকবৃন্দসহ স্থানীয় অন্যান্য দায়িত্বশীলগণ।
বক্তারা দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার গাইডলাইনমূলক বই, কলম, স্টিকারসহ উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।