ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন ৪নংওয়ার্ডের এনজয় নাথ(২০)নামের এক ব্যক্তির অতিরিক্ত মদপানে ৮ই জুলাই (মঙ্গলবার) ভোর বেলায় মৃত্যু হয়।
এনজয় নাথ একজন সাউন্ডবক্সম্যান।বিয়ে বাড়িতে গানের অনুস্টানে সাউন্ড বক্সের মাধ্যমে গান শোনান।গত রোবরার রাতে নিজ বাড়ির পাশ্ববর্তী বিয়ের অনুস্টানে সাউন্ড বক্সের সরন্জাম নিয়ে যায়। সেখানে গভীর রাতে অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়লে পটিয়া উপজেলা হাসাপাতালে নিয়ে আসেন। কর্ত্যবরত চিকিৎসক তার অবস্থা আশংকজনক হওয়ায় চমেক হাসপাতালে পাঠিয়ে দেন।
চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকা আবস্হায় মঙ্গলবার ভোর রাতে মারা যায়।
ময়নাতদন্তের শেষে মঙ্গলবার বিকালে তার মরদেহ নিজ বাড়িতে আনা হয়।
এলাকা বাসী জানান, বিয়ে বাড়িতে অতিরিক্ত মদপান করার ফলে তার মৃত্যু হয়। সে প্রায় সময় বিয়ে বাড়িতে মদপান করতে দেখা যায়।
সে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শীলপাড়ার সুমন নাথের পুত্র।