মোঃ রিফাত আহমেদ, ঢাকা।
রাজধানীর বনশ্রী সি ব্লকের ২ নম্বর রোডে আজ সন্ধ্যায় একটি ছয়তলা আবাসিক ভবনের সর্বোচ্চ তলায় আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা নিচে নেমে নিরাপদ স্থানে সরে যান।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এরপর দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা ভবনের ভেতরে প্রবেশ করে অগ্নিনির্বাপন কার্যক্রম চালান। প্রায় চল্লিশ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
আগুনে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ধোঁয়ার কারণে কয়েকজন বাসিন্দা সামান্য অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদিও এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ভবন পরিদর্শন করেন এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।
এই ঘটনায় বনশ্রী এলাকাজুড়ে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। তবে দ্রুত নিয়ন্ত্রণ নেওয়ার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে পুরো ভবন ও আশপাশের বাসিন্দারা।