রাজশাহী: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে যুবদল রাজশাহীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে নগরীর বাটারমোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি, সন্ত্রাস, চাঁদাবাজি এবং রাজনৈতিক হয়রানির কারণে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তারা বলেন, সরকারের ব্যর্থতার কারণে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।
বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণের নেতা। তার বিরুদ্ধে অপপ্রচার বা অশালীন বক্তব্য কেউ দিলে তা জনগণ মেনে নেবে না। বক্তারা রাজনৈতিক ষড়যন্ত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতার প্রতিবাদ জানান এবং একটি শান্তিপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন সৈকত।
বিশেষ অতিথি ছিলেন:মো. আবু সাইদ চান, আহ্বায়ক, রাজশাহী জেলা বিএনপি ,বিশ্বনাথ সরকার, সদস্য সচিব, রাজশাহী জেলা বিএনপি,মাসুদুর রহমান স্বজন, আহ্বায়ক, রাজশাহী জেলা যুবদল,মো. রেজাউল করিম টুটুল, সদস্য সচিব, রাজশাহী জেলা যুবদল,মো. ফাইসাল সরকার ডিকো, সিনিয়র যুগ্ম আহ্বায়ক,সাকিব সরকার প্লাবন, যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল,মৃদুল সরকার, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক, মহানগর ছাত্রদল।
এছাড়াও যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলে