বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়ায় আগামী ২০ জুলাই উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাউন্সিলকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
উপজেলা ও পৌরসভা, পাশাপাশি ৮টি ইউনিয়নে দলীয় কার্যালয়গুলোতে নেতাকর্মীদের সরব উপস্থিতি ও কাউন্সিল নিয়ে ব্যাপক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। গুরুত্বপূর্ণ পদ-পদবির প্রার্থীরা ইতিমধ্যেই ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও সম্ভাব্য প্রার্থীদের পক্ষে কর্মী-সমর্থকরা প্রচারণা চালাচ্ছেন। অনেকে প্রার্থী হিসেবে নিজেদের ঘোষণা দিয়ে দোয়া ও সমর্থন চেয়েছেন।
১৩ জুলাই বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সাবেক প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর উপস্থিতিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ২০ জুলাই বানারীপাড়ায় এবং ২১ জুলাই উজিরপুরে কাউন্সিল অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়।
উপজেলার ৮টি ইউনিয়ন শাখা ও পৌরসভার ৯টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটির ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নেতা নির্বাচিত হবেন।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা সভাপতি পদে মো. শাহ আলম মিঞা ও মো. মঞ্জুর খান, সাধারণ সম্পাদক পদে রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা ও গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার সিভি জমা দিয়েছেন। পৌর সভাপতি পদে আহসান কবির নান্না হাওলাদার, আব্দুস সালাম ও আলমগীর হোসেন মাঝি এবং সাধারণ সম্পাদক পদে মো. হাবিবুর রহমান জুয়েল ও ছাত্রদল নেতা মো. মৃদুল সিভি জমা দিয়েছেন।
উল্লেখ্য, সর্বশেষ ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে। পরবর্তীতে ২০২২ সালে আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং সেই কমিটি দায়িত্ব পালন করছে। ইতোমধ্যে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠিত ও কার্যকর রয়েছে।