মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
গত ১৯ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহা-সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দলের আমির ডাঃ মো শফিকুর রহমান অসুস্থ হয়ে দুই দুই বার পড়ে যায়। অনেক নেতাকর্মী বক্তব্য না দিয়ে চিকিৎসা নিতে বললেও তিনি শোনেননি। তিনি বলেন এক মিনিট আগেও না এক মিনিট পরেও না ঠিক নির্ধারিত সময়েই আল্লাহর হুকুমে আমার মৃত্যু হবে। এমন কথায় নেতাকর্মী অবাক হয়ে যায়। শেষে তিনি বসেই জাতির উদ্দেশ্যে তার বক্তব্য রাখেন।
২০ জুলাই রবিবার আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে দেখতে তাঁর বসুন্ধরার বাসায় যান ইসলামী ঐক্যজোটের সিনিয়র নায়েবে আমীর, ইসলামিক কানুন বাস্তবায়ন কমিটির আমীর মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী ও সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মুফতি আবু জাফর কাসেমী ও মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা আবুল কাসেম কাসেমী, নায়েবে আমীর আলহাজ্জ রফিকুল ইসলাম বাবুল, সেক্রেটারি মুফতি নিয়ামত উল্লাহ ও সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দ।
আমীরে জামায়াতকে দেখতে অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় উলামা বিভাগের সেক্রেটারি ড. মুফতি মাওলানা খলিলুর রহমান মাদানী, ঢাকা মহানগরী দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, মহানগরী উত্তরের ওলামা বিভাগের সভাপতি ড. মাওলানা মিম আতিকুল্লাহ, দক্ষিণের ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা শাহিন।
এসময় তাকে দেখতে আসায় আমিরে জামায়াত সকলকে কৃতজ্ঞতা জানান।