জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে জুলাই-আগস্ট গণঅভ্যুস্থানে শহীদদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ কর্মসূচী’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে জয়পুরহাট সরকারি কলেজের স্মৃতিসৌধ চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় চারজন শহীদদের নামে চারটি বৃক্ষগুলো রোপণ করা হয়েছে।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য দেন, জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, শহীদ নজিবুল সরকার বিশালের মা মোছা. বুলবুলি খাতুন, জাতীয় নাগরিক পার্টির সদস্য বোরহান উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব নিয়ামুর রহমান প্রমুখ। এসময় শহীদদের পরিবারের সদস্যরাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এরপর এ জেলার চারজন শহীদদের নামে বৃক্ষরোপণ করা হয়েছে। শহীদ মো. মিনহাজ হোসেনের নামে বকুল বৃক্ষ, শহীদ মো. নজিবুল সরকার বিশালের নামে নিম বৃক্ষ, শহীদ রিতা আক্তারের নামে বকুল বৃক্ষ এবং শহীদ মেহেদী হাসানের নামে জলপাই বৃক্ষ রোপণ করা হয়।