ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মনসা চৌমুহনীর সামনে ঢাকা থেকে কক্সবাজার গামী সেন্টমার্টিন সৌহার্দ্য বিজনিস ক্লাস একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্বর্বতী খাদে পড়ে যায়।
ঘটনাটি ঘটে ২১শে জুলাই সোমবার ভোর ৬টা।এতে তেমন কোন যাত্রী হতাহত হয়নি।
বাসটির সহকারী জানান, ৩৫জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন সৌহার্দ্য বাসটি ঢাকা গাবতলি হতে কক্সবাজারের উদ্দেশ্য রাত ১১টায় রওনা দেয়। চট্টগ্রামে পৌঁছলে বৃষ্টি পড়া শুরু করে। বৃষ্টির কারনে রাস্তা একটু পিচ্ছিল ছিল। চালক গাড়ির নিয়ন্ত্রণে রাখতে ব্রেক মারার সাথে সাথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্ববর্তী খাদে নেমে যায়।৩৫জন যাত্রী অক্ষত আবস্হায় আছে।
হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, ভোর বেলায় কক্সবাজার গামী একটি বিজনেস বাস নিয়ন্ত্রণ হারিয়ে মনসা চৌমুহনী রাস্তার পাশ্ববর্তী খাদে নেমে যায়। তবে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনা স্হলে পৌঁছে বাস উদ্ধার করে পটিয়া থানায় নিয়ে যায়।