নীলফামারী, ২৩ জুলাই ২০২৫:
মানবিক দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে আজ বুধবার তার সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নীলফামারীর পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান।
জেলার জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় মরহুমার পারিবারিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় পুলিশ সুপার মাহেরীন চৌধুরীর আত্মত্যাগকে গভীরভাবে শ্রদ্ধা জানিয়ে বলেন, “এই সাহসী শিক্ষিকার ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেনসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও মাহেরীনের শোকসন্তপ্ত পরিবারবর্গ।