মোঃজাহিদুল আলম রামগড় উপজেলা প্রতিনিধি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
৩১জুলাই ( বৃহস্পতিবার) দুপুরে রামগড় পৌরসভার তৈচালা পাড়া এলাকায় ব্যাটালিয়ন সদরদপ্তরে ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
মধ্যাহ্ন ভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এসএম আবুল এহসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন, ৪০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনুল ইসলাম, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি, বিএসবি গ্রুপ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার যুগ্ম পরিচালক নাসির মাহমুদ গাজী, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, সহকারি কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, সামরিক-বেসামরিক কর্মকর্তা, স্থানীয় মুক্তিযোদ্ধা ও সংবাদিক বৃন্দ।
এসময় জোন অধিনায়কসহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রধান অতিথি বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এসএম আবুল এহসান প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এবং প্রীতিভোজে অংশ নেন।