মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি; খাগড়াছড়ি
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে মাটিরাঙ্গা ইসলাম প্রচার সংস্থা — একটি ধর্মীয়, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
৪ আগস্ট ২০২৫, রবিবার বিকাল ৩টায় মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান প্রজন্মই আগামীর নেতৃত্ব দেবে। সঠিক শিক্ষা ও নৈতিকতা অর্জনের মধ্য দিয়ে তোমরাই এই দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারো।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ শহিদুল ইসলাম সুমন। তিনি বলেন, “এই সংবর্ধনা শুধু একটি সম্মাননা নয়, বরং শিক্ষার্থীদের জন্য এটি আগামী দিনের প্রেরণার উৎস হয়ে থাকবে। শিক্ষা ও চরিত্রের সমন্বয় ঘটিয়ে জাতিকে এগিয়ে নিতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব আব্দুর রাশেদ, উপজেলা সমাজ সেবা অফিসার; জনাব শরিফুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা একাডেমিক সুপারভাইজার; এবং জনাব আবুল খায়ের, সভাপতি, ইসলাম প্রচার সংস্থা, যিনি সভাপতির দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান এবং সংবর্ধিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সঞ্চালকের দায়িত্বে ছিলেন জনাব আলাউদ্দিন আল হেলাল, আহ্বায়ক, ইকরা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।
সংগঠনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সহযোগিতা করেন পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা।