স্বপ্না আক্তার স্বর্নালী, নীলফামারী
জুলাই অভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নীলফামারী সদর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং নীলফামারী সদর-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এম হাছিবুল ইসলাম। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল জনগণের আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের স্বার্থে সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে।”
র্যালিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ, স্থানীয় ওয়ার্ড পর্যায়ের কর্মী-সমর্থকসহ বিপুল সংখ্যক মোটরসাইকেল আরোহী।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।