স্বপ্না আক্তার স্বর্ণালী, নীলফামারী। নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নে আজ ৬ আগস্ট ২০২৫ খ্রি. মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি মুড়ি ও গুড় তৈরির ফ্যাক্টরিতে গিয়ে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও প্রক্রিয়াজাত করা হচ্ছে।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ফ্যাক্টরির মালিককে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, জনসম্মুখে অস্বাস্থ্যকর গুড় ধ্বংস করা হয়। ফ্যাক্টরি মালিককে সতর্ক করে জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের কাজের পুনরাবৃত্তি ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে ফ্যাক্টরি সিলগালা করে দেওয়া হবে। ভবিষ্যতে এমন অনিয়ম ঠেকাতে ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।