ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার পৌরসদরে ইয়াবা সেবন করতে গিয়ে সাবেক কাউন্সিল আবুল মনসুর জুয়েল (৪২)ও তার সহকর্মী আশরাফুল ইসলাম ছৌটনকে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদক দ্রব্য নিয়ন্ত্রনণের পটিয়া সার্কেলের উপ-পরিচালক এ কে এম আজাদুদ্দীন জানান,গত২০ আগস্ট বুধবার দুপুর ১টায় পৌরসভার ৮নং ওয়ার্ডে গোপন সূত্রে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযান চালিয়ে অত্র ওয়ার্ডের সাবেক কাউন্সিলার আবুল মনসুর জুয়েল ও তার সহকর্মী আশরাফুল ইসলাম ছোটনকে ৩টি ইয়াবাসহ, ইয়াবা সেবনরত আবস্হায় জুয়েলের ভাড়া বাসা থেকে আটক করে।
পরে পটিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন। জুয়েলকে ১৫দিনের সশ্রম কারাদণ্ড ও দেড় হাজার টাকা এবং সহকর্মী ছোটনকে ৭দিনের কারাদণ্ড ও ১হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
পটিয়া পৌরসভার ৮নং ওর্য়াডের মৃত আল আমিন চৌধুরীর ছেলে আল মনসুর চৌধুরী জুয়েল। সে ২০১০সাল হতে ২০১৫পর্যন্ত ৮নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর দায়িত্ব পালন করেন। তার সহকর্মী আশরাফুল ইসলাম ছোটন উপজেলার কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়ার মৃত খুইল্যা মিয়ার পুত্র।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন,গোপন সুত্রে খবর পাওয়া মাত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পুলিশসহ আমরা অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত আবস্হায় তাদের আটক করি সাথে মাদক সেবনের তথ্য প্রমাণ ও উদ্ধার করি।