বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:
বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও চিনিকলের সিডিএ এবং ঠাকুরগাঁও শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিনকে সংবর্ধনা দিয়েছে পঞ্চগড় সাবজোন।
বুধবার (২০ আগস্ট) সাবজোন কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবজোন প্রধান খন্দকার খালেদ মোশাররফ।
অনুষ্ঠানে রুহুল আমিন বলেন,
“ফেডারেশনের সদস্য নির্বাচিত হওয়ায় আমার সহকর্মীদের প্রতি এবং চিনিশিল্প করপোরেশনের উন্নয়নে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আপনাদের দোয়া ও সহযোগিতায় এই দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালন করব।”
এসময় বক্তব্য রাখেন সিডিএ রাজীব আসফার, সাইবুল ইসলাম, আনিছুর রহমান, আব্দুস সবুর, জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে পঞ্চগড় সাবজোনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ আগস্ট ঢাকায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অষ্টম তলায় শ্রমিক-কর্মচারী ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৬) অনুষ্ঠিত হয়। এতে দেশের ৯টি চিনিকলের ১৬২ জন শ্রমিক নেতা ভোট প্রদান করেন। নির্বাচনে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সদস্য পদে নির্বাচিত হন রুহুল আমিন।