পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় বাড়ি আঙ্গিনায় গাঁজা চাষ করার দায়ে রফিকুল ইসলাম (৫৫) নামে এক ভ্যানচালককে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার পবিত্রঝাড় গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনী। রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত আজিত উল্যার ছেলে।
জানা যায়, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে তার বাড়ির আঙ্গিনায় সুকৌশলে গাঁজার চাষ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের অধিনস্থ ৩০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট আশিকুজ্জামানের নেতৃত্বে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় চারটি গাঁজার গাছসহ রফিকুল ইসলামকে আটক করে সেনাবাহিনী। পরে পীরগাছা থানা পুলিশের গাড়িতে করে তাকে পীরগাছা অস্থায়ী সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
পীরগাছা থানার ওসি রোমেল বড়ুয়া জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।