মোঃ গুলজার রহমান ক্রাইম রিপোর্টার, বগুড়া :
২৮ সেপ্টেম্বর ২০২৫ বগুড়া স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নক আউট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। খেলা অনুষ্ঠিত হয় বগুড়া করোনেশন ইন্সটিটিউশন এন্ড কলেজ মাঠে, বিকেল ৪টায়। দিনের খেলায় অংশ নেয় মোকাররম মার্কেট একতা সংঘ বনাম সাজ্জাদ ফুটবল একাডেমী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি: জনাব মোঃ মিজানুর রহমান পিয়াস, স্বত্বাধিকারী মদিনা চেইন সেন্টার ও মদিনা হলমার্ক মোকারম, হোসেন খান মার্কেট, বগুড়া। উদ্বোধক: জনাব মোঃ আতাউল হক (রাখু), স্বত্বাধিকারী এ. আর. জুয়েলার্স নাকফুল শিল্পালয়, ধরমপুর বাজার, বগুড়া। সভাপতি: জনাব আলহাজ্ব মোঃ বুলু সরদার। বরেণ্য অতিথি:জনাব মোঃ আব্দুল করিম, স্বত্বাধিকারী করিম জুয়েলার্স, ধরমপুর বাজার, বগুড়া; সভাপতি, ধরমপুর বাজার লোখান মালিক সমিতি ও স্বত্বাধিকারী, দুই বোন এ্যান্টিক হাউজ, আল-মেহেদী হর্কেট, খোপগাট্ট রোড, ধরমপুর বাজার, বগুড়া। জনাব মোঃ মাসুদ প্রামাণিক জনাব মোঃ নূর আজম বাবু, জনাব মোঃ শাহীন হোসেন। আয়োজক কমিটি: জনাব মোঃ মজনু শেখ, জনাব মোঃ খোকন সরকার, জনাব মোঃ রাজু, জনাব মোঃ শফিউল ইসলাম কামাল (লাল মিয়া), জনাব মোঃ আরিফুল ইসলাম, জনাব মোঃ ইয়াছিন আলী, জনাব মোঃ মুক্তার হোসেন। আহ্বায়ক: জনাব মোঃ আজিম হোসেন, জনাব মোঃ সেলিম সরদার, জনাব মোঃ সাপেল ইসলাম, জনাব মোঃ মনিনুর রহমান (ফিরোজ) জনাব মোঃ রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক: জনাব মোঃ আজিম হোসেন, বগুড়া স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন।