আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি এবং নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা প্রদান শেষে আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।
রবিবার (২৩ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় সিরাজগঞ্জ সরকারি কলেজের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ নবীনবরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হুমায়ুন খালিদ, দু’দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৫ এর পরিচালনা কমিটির আহবায়ক প্রফেসর ফেরদৌসী আরা এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও নবীনবরণ উদযাপন কমিটি ২০২৫ এর আহবায়ক মোঃ সাইদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ-উস-সাঈদ এবং সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন।
কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নবীনবরণ অনুষ্ঠানের পূর্বে কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
