বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী (নওগাঁ )প্রতিনিধি :- নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন বিএনপির সভাপতির উদ্যোগে ধানের শীষের পক্ষে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজার চৌরাস্তার মোড় থেকে র্যালিটি শুরু হয়ে কেশাইল ,কয়াভবানিপুর, গয়ড়া,কোলা,খামার আক্কেলপুর সহ এলাকার বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেয় স্থানীয় বিএনপি,যুবদল ,কৃষকদলের নেতাকর্মীরা ।
এসময় ৪৮নওগাঁ ৩ বদলগাছী মহাদেবপুর আসনের বিএনপি মনোনীত সংসদসদস্য পদ প্রার্থী ফজলে হুদা বাবুলের পক্ষে গণসংযোগ বিস্তারের লক্ষ্য নিয়ে আয়োজিত এ র্যালিতে অংশগ্রহণকারীরা ধানের শীষে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন ।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান,শান্তিপূর্ণ এ র্যালির মাধ্যমে ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে তারা কর্মসূচি হাতে নিয়েছেন।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক , সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ,ইউনিয়ন যুবদলের সভাপতি হাসান আলী হাসু ,সাধারন সম্পাদক আব্দুস ছালাম,
কোলা ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক সাবু হোসেন প্রমুখ ।