বুলবুল আহমেদ বুলু বদলগাছী( নওগাঁ) প্রতিনিধি :- নওগাঁর বদলগাছীতে জামায়াতের মনোনীত সংসদ-সদস্য পদ প্রার্থীর আগাম নির্বাচনী পথসভা-গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজার চৌরাস্তা সংলগ্ন এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয় ।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির মজলিসে শূরা সদস্য ,ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি, ৪৮ (নওগাঁ)৩ বদলগাছী-মহাদেবপুর আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি পদ প্রার্থী মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী সহকারী অধ্যাপক মোঃরফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুস সামাদ, খাইরুল আলম,জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন এলাকার থেকে আগত নেতাকর্মীরা ।
এর আগে তিনি কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজারের বিভিন্ন দোকানদার ও জনসাধারণের সাথে কুশল বিনিময় সহ লিফলেট বিতরণ করেন ।